ঝিনাইদহে হলুদ রংয়ের তরমুজ চাষে সফল রশিদ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০২:০৬ পিএম

ঝিনাইদহে হলুদ রংয়ের তরমুজ চাষে সফল হয়েছেন রশিদ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হলুদ রংয়ের তরমুজ চাষে সফল হয়েছেন রশিদ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে হলুদ রংয়ের নতুন জাতের তরমুজ ‘তৃপ্তি’ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক আব্দুর রশিদ। মাত্র দুই মাসে ভিন্ন জাতের এ তরমুজ চাষের সফলতায় গ্রামে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি।

রশিদ বলেন, দুই বিঘা জমিতে তার খরচ হয়েছে ৫০ হাজার টাকা। মাত্র দুই মাসে তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। রোজা শুরুর পর থেকে তিনি তরমুজ বিক্রি করছেন। এবার তরমুজ চাষে তার লাভ হবে দুই লাখ টাকা বলে ধারণা করছেন তিনি।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় ইউটিউবে তিনি কৃষিকাজ সংক্রান্ত অনেক ভিডিও দেখেন। নতুন কিছু মনে হলেই চাষ পদ্ধতি রপ্ত করে নিজে চাষ করতেন। 

মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমিত বাগচী জানান, এর আগে জেলার বিভিন্ন এলাকায় ব্ল্যাকবেরি (কালো রঙের) ও গোল্ডেন ক্রাউন (হলুদ রঙের) জাতের তরমুজ চাষ হতে দেখা গেছে। বর্তমানে সদর উপজেলায় চার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে ও জেলায় এ সংখ্যা প্রায় ১৫ হেক্টর। 

তিনি আরো বলেন, পানি নিষ্কাষণ ও বেলে দো-আঁশ মাটি তরমুজ চাষের জন্য বেশি উপযোগী যা ঝিনাইদহে বিদ্যমান। আর মান ভালো হওয়ায় ঢাকাসহ বিভিন্ন স্থানে এ জেলার তরমুজের চাহিদা রয়েছে অনেক।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh