তাপপ্রবাহ আরো বিস্তার লাভ করতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৩:২০ পিএম

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ রবিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার বলে আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলগুলোতে পশ্চিমের নিম্নতম নিচের অংশ রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শনিবার (২৪ এপ্রিল) যশোরে দেশের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh