খাগড়াছড়িতে অর্ধ কোটি টাকার কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৪:৩৩ পিএম

খাগড়াছড়িতে সেনা অভিযানে জব্দকৃত অবৈধ কাঠ। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সেনা অভিযানে জব্দকৃত অবৈধ কাঠ। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ৪টি অবৈধ কাঠের ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ আটক করেছে সেনাবাহিনী। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা জোন অধিনায়ক লে. কর্নেল মো. মোহসীন হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব কাঠ আটক করে। 

অভিযোগ রয়েছে, বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজাড় করে প্রতিনিয়ত সমতলে এসব কাঠ পাচার করে আসছে। 

শনিবার রাতে এমন সংবাদে বাইল্যাছড়ি, নতুনপাড়া, সাপমারা ও আদর্শগ্রাম এলাকায় মোট ৪টি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে সেনা সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। 

মাটিরাঙ্গা বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারি হেমার মারা হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি।

জোন অধিনায়ক জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় হবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh