করোনায় সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৫:০৪ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০৭:৫৭ পিএম

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান

করোনায় আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান মারা গেছেন।

শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জিয়াউর রহমান খান ঢাকার ধামরাই আসন থেকে ধানের শীষ প্রতীকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জিয়াউর রহমান খানের পিতা আতাউর রহমান খান এরশাদ আমলে প্রায় এক বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আতাউর রহমান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh