হবিগঞ্জে গাঁজা সংরক্ষণের দায়ে একজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৫:১৮ পিএম


বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বাহুবলের হামিদনগর এলাকায় গাঁজা সেবন ও সংরক্ষণে দায়ে শাহ মো. আব্দুল হান্নান (৫০) নামে একজনের তিন মাসের কারাদণ্ড হয়েছে। তিনি উপজেলার উত্তর হামিদনগর গ্রামের শাহ মো. আব্দুর নূরের ছেলে। 

রবিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ৫০০ জরিমানা করেন। 

পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ অভিযানে সহযোগিতায় করে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh