টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৬:৫৪ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০৯:০৪ পিএম

রিভার্স সুইপ করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

রিভার্স সুইপ করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে সফরকারী বাংলাদেশ। আর তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পেলো বাংলাদেশ।

টস জিতে নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মুমিনুল হক সৌরভের (১২৭) সেঞ্চুরি এবং তামিম ইকবাল (৯০), মুশফিকুর রহিম (৬৪*) ও  লিটন দাসের (৫০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নের (২৪৪) ডাবল আর ধনঞ্জয়া ডি সিলভার (১৬৬) সেঞ্চুরি ও লাহিরু থিরিমান্নের (৫৮) ফিফটিতে ৮ উইকেটে ৬৪৮ রান সংগ্রহ করে ১০৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। 

১০৭ রানে পিছিয়ে থেকে রবিবার (২৫ এপ্রিল) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭ রানে ওপেনার সাইফ হাসান ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়ে দলীয় ১০০/২ রানে চা বিরতিতে যান তামিম। বিরতি থেকে মাঠে ফেরার আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে পঞ্চম দিনের শেষ সেশনে ৩৫ ওভার খেলা হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ে মীমাংসা হয় ক্যান্ডি টেস্ট। 

প্রথম ইনিংসে ৯০ রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক মুমিনুল হক সৌরভ দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ২৩ রান। 


সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৬৮*, লিটন ৫০, তাসকিন ৬*, মিরাজ ৩, তাইজুল ২; ফার্নান্দো ৪/৯৬)। এবং ২য় ইনিংস: ৩৩ ওভারে ১০০/২ (তামিম ৭৪*, মুমিনুল ২৩*, সাইফ ১, শান্ত ০)।

শ্রীলংকা ১ম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৮/৮ (করুনারত্নে ২৪৪, ডি সিলভা ১৬৬, থিরিমান্নে ৫৮,হাসারঙ্গা ডি সিলভা ৪৩,  ম্যাথিউস ২৫, সুরঙ্গা লাকমাল ২২*, ফার্নান্দো ২০; তাসকিন ৩/১১২, তাইজুল ২/১৬৩)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh