প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে ট্রাক্টর শ্রমিকদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৭:২৩ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০৭:৫০ পিএম

প্রশাসনিক হয়রানি বন্ধের বাদিতে মানবনন্ধন করছেন ট্রাক্টর শ্রমিকরা

প্রশাসনিক হয়রানি বন্ধের বাদিতে মানবনন্ধন করছেন ট্রাক্টর শ্রমিকরা

ট্রাক্টর শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা ট্রাক্টর মালিক সমিতি। 

রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় শহরের মিশন মোড় চত্বরে ঢাকা- বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে শহরের কালেক্টরেট মাঠে সকাল থেকে ট্রাক্টর নিয়ে জড়ো হয় ট্রাক্টর মালিক ও শ্রমিকরা। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা। এসময় ট্রাক্টর নিয়েও সড়কে মিছিল করতে দেখা যায়। এতে শহরের যানজটের সৃষ্টি হয়। 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ট্রাক্টর সড়কে উঠলেই জরিমানার কবলে পড়ে। কোনো কারণ ছাড়াই তিস্তা থেকে বুড়িমারী বিভিন্ন স্থানে প্রশাসনকে জরিমানা দিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়াও বিভিন্ন সময় ট্রাক্টর আটকে রেখে চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়। 

তারা মানববন্ধন থেকে ট্রাক্টর শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানি বন্ধের দাবীতে জানান। 

এসময় বক্তব্য রাখেন- জেলা ট্রাক্টর মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, ট্রাক্টর মালিক রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh