খাগড়াছড়ির শিলংতীরে জুয়ারি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ০১:৫৩ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০১:৫৪ পিএম

শিলংতীরে জুয়া খেলা পরিচালনায় অভিযুক্ত হানিফ মিয়া

শিলংতীরে জুয়া খেলা পরিচালনায় অভিযুক্ত হানিফ মিয়া

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় শিলংতীরে হানিফ মিয়া নামের এক জুয়ারিকে আটক করেছে উপজেলা প্রশাসন। 

গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার মগাইছড়ি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম মোবাইল সেট ও জুয়া খেলায় ব্যবহৃত সাড়ে সাত হাজার টাকাসহ শিলংতীরের হানিফকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শিলংতীরে জুয়া খেলা পরিচালনা করে আসছেন।

এলাকাবাসী জানায়, প্রায় তিন মাস ধরে জুয়ার আসর চালিয়ে আসছিলেন হানিফ। এতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

দোষ স্বীকারের ভিত্তিতে হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন জানান, সব ধরনের জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh