স্টামফোর্ডে বিজেএসসির সভাপতি পল্লব, সাধারণ সম্পাদক স্মরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ০৪:২৯ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০৮:২১ পিএম

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল-বিজেএসসির স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের নতুন নেতৃত্বে এসেছেন  সাইমুন মুবিন পল্লব ও তাজবিহ স্মরণ ।

সোমবার(২৬ এপ্রিল) কাউন্সিলের কেন্দ্রীয় সংসদ সভাপতি জি.এম হিরক  ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি হয়েছেন সাইমুন মুবিন পল্লব, সাধারণ সম্পাদক তাজবিহ স্মরণ ও সাংগঠনিক সম্পাদক গাজি সানজিদা।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি আফরোজা আক্তার, রুম্মান রুদ্র, উচ্ছাস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানজুম নিবিড়, সুপ্রভা দাস, সাজিয়া আফরিন সৃষ্টি, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, অর্থ সম্পাদক কাওসার আহমেদ, আইটি সম্পাদক অন্তর হোসেন, ভ্রমণ সম্পাদক ইফতেখার বিজয়,প্রচার সম্পাদক জামান শাকিল।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- শাহরিয়ার  বিদ্যুৎ, মৃত্তিকা উর্মি, ঐশ্বর্য  ইকা,মাহাতির মোহাম্মদ, তমাল খান।

২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি)।

'একতাই বল, যোগাযোগই সম্বল' এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh