বন্ধ ঘোষণার পরেও দেয়া হচ্ছে টিকার প্রথম ডোজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১০:০২ পিএম

আজ সোমবার (২৬ এপ্রিল) থেকে প্রথম ডোজের ভ্যাকসিন দেয়া বন্ধ থাকা সত্ত্বেও এদিন ৮৯১ জন প্রথম ডোজ নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এইদিন দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৪৮ জন নিয়েছেন। তাদের মধ্যে ১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ২৯১ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন। দুই ডোজ মিলিয়ে ৮২ লাখ ৭৭ হাজার ৫১৪ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। 

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৫৭ জন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh