ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৮:৪৪ পিএম

ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ

ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ

ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। 

ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। 

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান প্রমুখ। 

আগামী ২৭ জুন ২০২১ রবিবার ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। 

ব্যাংকের ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২১, বৃহস্পতিবার। এছাড়া, সভায় ৩১ মার্চ শেষ হওয়া ২০২১ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh