আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৮:৪৭ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটে ৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। তবে প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে আগের মতোই শুধু সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মফিদুর রহমান বলেন, আমরা ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে এখনো আলোচনা করছি। লকডাউন যেহেতু সাতদিন বাড়ানো হয়েছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাতদিনের জন্য অব্যাহত থাকবে।

গত ৫ এপ্রিল থেকে দফায় দফায় সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি সরকার। ওই দিন থেকেই বন্ধ আছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল। তবে প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে ১৭ এপ্রিল থেকে কয়েকটি দেশে শুরু হয় বিশেষ ফ্লাইট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh