প্রায় ৮৪ লাখ টিকা শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১০:৪৪ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। ছবি: স্টার মেইল

করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। ছবি: স্টার মেইল

করোনাভাইরস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২৭ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন মোট ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার ৮৪ জন। দুই ডোজ মিলিয়ে মোট ৮৩ লাখ ৯৮ হাজার ৭০০ ডোজ টিকা দেয়া শেষ হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের হিসাবে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪০ হাজার ৮২ জন।

অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh