শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২৫ মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১১:১২ পিএম

স্বাস্থ্যবিধি না মানায় মামলা দিচ্ছেন মোবাইল কোর্ট। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যবিধি না মানায় মামলা দিচ্ছেন মোবাইল কোর্ট। ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি মামলা দিয়ে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০ টায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম। 

এর আগে বিকেলে তার নেতৃত্বে পৌরসভার পুরানবাজারে এ কোর্ট পরিচালনা করে মামলা দিয়ে ওই পরিমাণ জরিমানা আদায় করা হয়। 

এসব তথ্য জানিয়ে ইউএনও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধিতে সরকার কঠোর অবস্থানে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানা করা হবে। 

এ ব্যাপারে কাউকে কোনো প্রকারের ছাড় দেয়া হচ্ছে না। কোর্ট পরিচালনাকালে নিরাপত্তা দিয়ে সহায়তা করে সিলেট র‌্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সদস্যরা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh