হেফাজত নেতা ফয়সাল মাহমুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১০:৩২ পিএম

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ এপ্রিল) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল ওয়ারির উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করা হয়। সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও নাশকতায় পল্টন থানায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে, দেশব্যাপী আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ে সশরীরে নেতৃত্ব দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করে ডিবি।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। এছাড়া সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে নেতৃত্ব দেন গ্রেফতার কাশেমী। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh