হেফাজত নেতা হারুন ইজহার আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৪:১২ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০১:২৩ পিএম

হেফাজত নেতা মুফতি হারুন ইজহার

হেফাজত নেতা মুফতি হারুন ইজহার

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। 

বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) একটি টিম নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে আটক করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, র‌্যাবের একটি টিম হারুন ইজহারকে আটক করেছে। তবে সেই টিম চট্টগ্রামের না ঢাকার তা নিশ্চিত করেননি।

এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, হারুন ইজহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে।

হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনায় ইন্ধন দেয়ার অভিযোগ রয়েছে মুফতি হারুন ইজহারের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ, শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনাসহ সর্বমোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ এবং দুই মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় তিনি দীর্ঘদিন কারাভোগও করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh