শঙ্খ ঘোষের প্রয়াণের ৮ দিন পর স্ত্রীরও জীবনাবসান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১১:৫৫ এএম

কবি শঙ্খ ঘোষ ও তার স্ত্রী প্রতিমা ঘোষ। ফাইল ছবি

কবি শঙ্খ ঘোষ ও তার স্ত্রী প্রতিমা ঘোষ। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হওয়ার আটদিনের মাথায় মৃত্যু হলো তার স্ত্রী প্রতিমা ঘোষেরও (৮৯)। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় প্রতিমার। তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতা নিমতলা শ্মশানে।

গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খ ঘোষের। একইসাথে আক্রান্ত হন তার স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের। 

পরিবার সূত্রে খবর, শঙ্খঘোষের মৃত্যুর পরে শারীরিক অবস্থার আরো অবনতি হয় প্রতিমাদেবীরও। এতটাই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল।

জলপাইগুড়ির মেয়ে ছিলেন প্রতিমাদেবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খবাবুর সাথেই পড়াশোনা করতেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। প্রতিমাদেবীর অসংখ্য বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসাথে কাটিয়েছিলেন শঙ্খবাবু ও প্রতিমাদেবী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh