সুবর্ণচরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

সুবর্ণচর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৮:৪৭ পিএম

চোরাই মোটরসাইকেলসহ আটক মো. রাসেল। ছবি: সুবর্ণচর প্রতিনিধি

চোরাই মোটরসাইকেলসহ আটক মো. রাসেল। ছবি: সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. রাসেল (২৬) চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রকে ধরতে পুলিশ তৎপরতা চালায়। সর্বশেষ গত ২৮ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার এসআই অমর্ত্য মজুমদার ও এসআই সালা উদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর দলের সদস্য মো. রাসেলকে আটক করে।

এসআই অমর্ত্য মজুমদার জানায়, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক তারেক খন্দকারের নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে হারিছ চৌধুরী বাজারের সুমন ও রাসেলের গ্যারেজ থেকে ২টি এবং অন্য একটি গ্যারেজ থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক তারেক খন্দকার জানান, অভিযান চালিয়ে সাম্প্রতিক সময়ে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সংঘবদ্ধ চোরের দল গ্যারেজের আড়ালে এ অপকর্ম করে আসছে। আটক রাসেলের দেয়া তথ্যানুযায়ী বাকি চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh