মানিকগঞ্জে ছেলের পিটুনিতে বাবা নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৯:২৯ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০৯:৩৪ পিএম

নিহত সেলিম হোসেন খোকনের পরিবারের আর্তনাদ। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

নিহত সেলিম হোসেন খোকনের পরিবারের আর্তনাদ। ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে সেলিম হোসেন খোকন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তার ছেলে কাউছার হোসেন (২২)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন খোকন ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সেলিম হোসেন খোকনকে তার দ্বিতীয় ছেলে কাউছার লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহতের বোন মমতাজ বেগম বলেন, গত ৭ মাস ধরে প্যারালাইসিসের রোগী হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অনেকটা সুস্থ হয়ে ওঠে তিনি। ঘটনার সময় তার ছেলে কাউছার এবং স্ত্রী আসমা ঘরে পিটিয়ে হত্যা করেন। 

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত কাউছার পেশায় একজন মিস্ত্রি। তিনি মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের অভাব-অনটনের সংসারে প্রতিনিয়ত ঝগড়া লেগে থাকতো।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh