বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:৪৭ পিএম

বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিবৃতি দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৪ দিনে বাংলাদেশে অবস্থান করেছে বা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেছে, এমন ভ্রমণকারীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ নির্বাহী আদেশে সই করেছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে রবিবার ভারত থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মাসেই যুক্তরাজ্য এবং ওমান বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের নিজ নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছিল কাতার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh