বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ০৯:৫৭ এএম

করোনা সংক্রমণে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতীয় হাইকমিশন একটি টুইটে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায়। 

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে ভারতের পাশে দাঁড়াতে চাওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি টুইটে আরো লেখা হয়েছে, ভারতীয় হাইকমিশন বিশ্বাস করে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কভিড-১৯ জয় করতে পারবে। 

বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দি‌তে চায় বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক‌রোনায় প্রাণ হারা‌নো ভারতীয়‌দের জন্য গভীর দুঃখ ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। নিকট প্রতিবেশী হি‌সে‌বে বাংলাদেশ ভারতের এই কঠিন সম‌য়ে পাশে থেকে সহ‌যো‌গিতা কর‌তে চায়। ভারতের এই কঠিন সম‌য়ে বাংলাদেশ ভারতীয়‌দের জন্য প্রার্থনা করছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh