লবণচাষিদের দুঃসময়

তাহজীবুল আনাম

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ০৩:২১ পিএম

কক্সবাজারের উপকূলীয় লবণচাষ

কক্সবাজারের উপকূলীয় লবণচাষ

কক্সবাজারের উপকূলীয় লবণচাষিরা চরম দুঃসময় অতিক্রম করছে। লবণের ন্যায্য মূল্য না থাকায় বিপর্যয়ের মুখে লবণ উৎপাদন থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনেকেই। সামগ্রিক নিত্যপণ্যের মূল্য চরম ঊর্ধ্বমুখী হলেও লবণের মূল্য সবচেয়ে নিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের লবণচাষি, মিল মালিক ও মধ্যস্বত্বভোগীরা। 

দেশের একমাত্র লবণ উৎপাদনকারী উপকূলীয় অঞ্চল চট্টগ্রামের বাঁশখালীসহ কক্সবাজারের ৭ উপজেলার লক্ষাধিক লবণচাষি চলতি মৌসুমের এ পর্যন্ত ১১ লাখ ৬০ হাজার টন লবণ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। প্রায় ৬০ হাজার একর জমিতে ২২ লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্য নিয়ে চাষিরা মাঠে নেমেছিলেন। লবণ উৎপাদনের সর্বশেষ সময়সীমা রয়েছে আগামী মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। গত মৌসুমে এ সময়ে লবণ উৎপাদন হয়েছিল প্রায় ১৬ লাখ টন। 

লবণের অব্যাহত দর পতনের ফলে চলতি বছর মৌসুমের শুরুতেই চাষিরা লবণ উৎপাদনে মাঠে নামেনি, যার খেসারত দিতে হয়েছে কম লবণ উৎপাদনের মধ্য দিয়ে। প্রতি কেজি লবণের মূল্য মাঠ পর্যায়ে বর্তমানে ৪/৫ টাকা। অথচ প্রতি কেজি লবণ উৎপাদন করতে চাষিদের খরচ পড়ে ৭/ ৮ টাকা। ফলে লবণ চাষিরা দিশেহারা হয়ে পড়েছে।

লবণ উৎপাদনকারী সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী জানিয়েছেন, চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ লাখ টন। সময় রয়েছে আরও ১ মাস। সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে লবণ উৎপাদন ২২ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে তিনি আশাবাদী। 

এদিকে, লবণের মূল্য সর্বনিম্ন পর্যায়ে চলে যাওয়ায় এক দিকে প্রান্তিক চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে, অনেক বর্গাচাষি লবণ মাঠ ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন প্রান্তিক লবণচাষি সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। 

তিনি আরও বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম হুহু করে বাড়তে থাকলেও একমাত্র লবণের মূল্য দিন দিন ক্রমাগতভাবে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। লবণের ন্যায্য মূল্য না পেয়ে লবণ উৎপাদনকারীরা এখন মানবেতর জীবনযাপন করছেন।

বিসিক এর লবণ শিল্প উন্নয়ন সম্প্রসারণ কর্মকর্তা রেদুয়ানুর রশীদ বলেন, এরই মধ্যে কালবৈশাখীর ঝড় লবণ উৎপাদনে কিছুটা বাঁধার সৃষ্টি করেছেন, তারপরও তিনি আশাবাদী উপকূলীয় লবণ চাষিদের লবণ উৎপাদনে টার্গেট অতিক্রম করার সক্ষমতা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh