করোনায় বলিউড অভিনেতা বিক্রমজিতের মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২১, ০১:৩৪ পিএম | আপডেট: ০১ মে ২০২১, ০১:৪২ পিএম

বিক্রমজিৎ কনওয়রপাল

বিক্রমজিৎ কনওয়রপাল

বলিউডে শোকের ছায়া। করোনা কেড়ে নিল আরো এক বলিউড অভিনেতার প্রাণ। শনিবার (১ মে) অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপাল করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

‘পেজ থ্রি’, ‘হিরোইন’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হে বেবির’ মতো জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

তার মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন পরিচালক অশোক পণ্ডিত। তিনি তার টুইটার পোষ্টে লেখেন, ‘আজ সকালে করোনায় বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। কনওয়রপাল বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তার পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা।’

২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন বিক্রমজিৎ। মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ছোটপর্দাতেও ‘দিয়া অউর বাতি হম’, ‘দিল হি তো হ্যায়’, অনিল কপূরের ‘২৪’-এর মতো ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh