বরিশালে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১, ০২:০৭ পিএম

বরিশালে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ পিতা-পুত্র আটক কোতয়ালী মডেল থানা পুলিশ। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ পিতা-পুত্র আটক কোতয়ালী মডেল থানা পুলিশ। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। 

তারা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার ৭ নম্বর সূর্যপাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে মো. শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমারান সরদার (২৪)।

গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর কালুশাহ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আটকরা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কের মীরাবাড়ির পোল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন তারা। এসময় সেখান থেকে ১২টি দেশীয় অস্ত্র, ৫৫ গ্রাম গাঁজা ও ওজন মাপার একটি যন্ত্রসহ পিতা-পুত্রকে আটক করা হয়। অস্ত্রের মধ্যে ছয়টি ধারালো ছোড়া, একটি রাম দা ও পাঁচটি চাপাতি রয়েছে। উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য রাখা হয়েছিল। তাছাড়া নগদ কিছু টাকাও উদ্ধার করা হয়।

ওসি বলেন, বাবা-ছেলে মাদক ব্যবসা করতো। তারা হয়তো ডাকাতির উদ্দেশ্যে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র মজুদ রেখেছিল। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh