কোভিড থেকে সেরে উঠতেই কি ফের হতে পারে সংক্রমণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২১, ০৩:৩১ পিএম

 একবার কোভিড থেকে সেরে উঠতে উঠতেই কি আবার হতে পারে সংক্রমণ?  ফাইল ছবি

একবার কোভিড থেকে সেরে উঠতে উঠতেই কি আবার হতে পারে সংক্রমণ? ফাইল ছবি

একবার করোনাভাইরাসে আক্রান্ত হলে, আবার হতে পারেন সংক্রমিত। দ্বিতীয়বার সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে। কিন্তু একবার কোভিড থেকে সেরে উঠতে উঠতেই কি আবার হতে পারে সংক্রমণ? 

এই প্রশ্ন বেশি করে করছেন সেই সব করোনা আক্রান্ত রোগীরা, যারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

চিকিৎসকেরা বলছেন, এক মাসের মধ্যে আবার সংক্রমিত হওয়ার উদাহরণ খুব একটা নেই। তবে এই ভাইরাসটি অতি দ্রুত নিজের রূপ বদলাচ্ছে। করোনার প্রথম ঢেউ আর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বেশ কয়েকটি পার্থক্য দেখা গিয়েছে। দু’টি ক্ষেত্রে ভাইরাসটির চরিত্রগত পরিবর্তনও উঠে এসেছে বহু সমীক্ষায়। 

সেক্ষেত্রে দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে। সেই সংক্রমণ কখন কোন মাত্রায় হবে, তাও খুব নিশ্চিত করে বলা সম্ভব নয়।

যারা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, তারা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর কোভিডের যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর একবার সংক্রমিত হলে একমাস পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করতেও নিষেধ করছেন তারা। কারণ সেক্ষেত্রে আক্রান্তের থেকে নতুন করে সংক্রমিত হতে পারেন অন্যরাও।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh