লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২১, ০৪:০১ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। 

শনিবার (১ মে) সকালে উপজেলার ভোটমারী রেলস্টেশন সংলগ্ন ভাকারি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়াসিন আলী বাবু (৩১) উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহতরা হলেন- নিহতের ছোট ভাই ইমরান ও একই গ্রামের জাহেদুর রহমান (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধান মারাই করে শ্যালো মেশিন চালিত একটি গাড়ি নিয়ে ভোটমারীতে বাড়ির দিকে যাচ্ছিলেন ইয়াসিন আলী। এ সময় বুড়িমারী থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে শ্যালো মেশিন চালিত গাড়ি উল্টে যায়। এতে কৃষি শ্রমিক ইয়াসিন আলী ও তার ছোট ভাই ইমরান ও একই গ্রামের জাহেদুর রহমান আহত হন। এদের মধ্যে ইয়াসিন আলী শ্যালো মেশিনের ধান মারাই গাড়ির নিচে পড়ে যান। 

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিন আলীকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh