সাউথ বাংলা ব্যাংকের সেলাই মেশিন বিতরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২১, ০৩:০৯ পিএম

নারীর মাঝে সাউথ বাংলা ব্যাংকের সেলাই মেশিন বিতরণ

নারীর মাঝে সাউথ বাংলা ব্যাংকের সেলাই মেশিন বিতরণ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ১০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

রবিবার এ উপলক্ষে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক। বিশেষ অতিথি ছিলেন- এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। 

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. তহুরা খানম, সহকারী কমিশনার (ভূমি) রহিমান সুলতানা বুশরা, ফকিরহাট ইউনিয়নের চেয়ারম্যান শিরিন আক্তার কিসলু, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের চেয়ারম্যান ফকির রেজাউল করিম, মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান হিটলার গোলদার প্রমুখ।

ফকিরহাট উপজেলার ৭২টি ওয়ার্ডে একটিসহ সর্বমোট ১০০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh