টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২১, ০৪:৩৫ পিএম

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন করছেন এমপি ছানোয়ার হোসেন। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন করছেন এমপি ছানোয়ার হোসেন। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এতদিন কোনো আইসিইউ ছিলো না। ফলে কভিড-১৯ আক্রান্ত গুরুতর অবস্থায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে ঢাকায়। দীর্ঘ এক বছর পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 


এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিয়া, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh