মমতাকে রাজনীতিবিদদের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২১, ০৮:০৩ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এ নিয়ে টানা তৃতীয় দফা সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ভোটগণনা যখন তৃণমূলের জয়ের বার্তা দিচ্ছে, তখন দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভারতের বিভিন্ন দলের নেতাদের অভিনন্দন বার্তা আসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

উত্তর প্রদেশের সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব টুইট বার্তায় বলেন, ‘বাংলার সচেতন নাগরিকরা বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা।’ 

আরেকটি টুইটার বার্তায় তিনি বলেন, ‘একজন নারীকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘দিদি জিও দিদি’।

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। আশা করি, আমরা একসঙ্গে মানুষের কল্যাণে এবং অতিমারি নিয়ন্ত্রণে কাজ করব।’ বললেন ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।’

কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ টুইটারে লিখেছেন, ‘মমতা দিদিকে আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের এই অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা তৃণমূলের সব সদস্যকে। পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এবং বিজেপি আপনাদের জন্য সবরকম প্রতিকূলতা তৈরি করেছিল। আপনারা যে সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিজয়ী হয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’ 

টুইট করেন লালু প্রসাদ যাদবও- ‘মমতাজীকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। সবরকম প্রতিবন্ধকতাকে পার করে এই জয়। আমি পশ্চিমবঙ্গের জনগণকেও অভিনন্দন জানাতে চাই। যারা বিজেপির অপপ্রচারের ফাঁদে না পড়ে দিদির উপর আস্থা রেখেছেন।’

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির অন্যতম নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটারে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তার পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা।’

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই।’

কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর এক টুইট বার্তায় বলেন, ‘সাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন। বাংলা এবং বিশেষ করে নন্দীগ্রামের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, তাদের মনের.যোগাযোগ কার সঙ্গে। বাংলায় হেরে বিজেপি বুঝেছে কাদের সঙ্গে লড়তে এসেছিল।’

‘‘তৃণমূলের ‘খেলা হবে’তেই এখন ‘খেলা শেষ’ বিজেপির’’ বললেন মমতার ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তিনি আরও বলেন, ‘কংগ্রেস নয়, এই ভোটে জিতে গোটা দেশের প্রধান বিরোধী মুখ হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh