চুরির অভিযোগে নারীকে হাত-পা বেঁধে নির্যাতন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২১, ০৯:৩৪ পিএম

চুরির অভিযোগে নির্যাতনের শিকার নারী। ছবি: বাগেরহাট প্রতিনিধি

চুরির অভিযোগে নির্যাতনের শিকার নারী। ছবি: বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চুরির অভিযোগে মধ্য বয়সী এক নারীকে হাত-পা বেধে নির্যাতন করেছেন জাহিদ নামের এক ব্যবসায়ী।

রবিবার (২ মে) দুপুরে ফকিরহাট উপজেলা সদরের ফকিরহাট বাজারে এই মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন মার্কেটে একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে বেঁধে মারধর করা হয়। এসময় ওই নারী বারবার পা ধরে বলছিলেন আমি চুরি করিনি, আমি কাপড় কিনতে এসেছি। এমন আকুতি-মিনতিতে মন গলেনি দোকান মালিক জাহিদের।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, চুরির অভিযোগে এক নারীকে বেঁধে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ওই নারীকে উদ্ধার করেছি।ওই নারী এখন পুলিশের হেফাজতে রয়েছে। নারীর অভিভাবকরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh