সুনামগঞ্জে বিয়ের ৪ দিন পর নববধূর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৩:০৯ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সেনুয়ারা বেগম (২১) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানার পুলিশ। 

গতকাল রবিবার (২ মে) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

সেনুয়ারা উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের উমর আলীর মেয়ে ও একই ইউনিয়নের কাউকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে রায়হান মিয়ার স্ত্রী।

তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রায়হানের সাথে নোটারী পাবলিকের মাধ্যমে গত ২৯ এপ্রিল সেনুয়ারার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর সেনুয়ারা তার স্বামীর বাড়িতেই ওঠে। প্রতিদিনের মতো রায়হান ধান কাটার কাজে হাওরে চলে যায়। বউ-শ্বাশুড়ি মিলে রান্নার কাজ করে নিজ নিজ রুমে বিশ্রামে যান। পরে দুপুরের দিকে স্বামীর বাড়ির লোকজন রান্নাঘরে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠায়।

আরো জানা যায়, সেনুয়ারা গত শনিবার আত্বহত্যা করতে গিয়েছিল। পাশের বাড়ির লোকজন দেখে ফেলায় ব্যর্থ হয়। 

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh