বাংলা হবে আরেক কাশ্মীর: কঙ্গনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২১, ০৫:১৫ পিএম | আপডেট: ০৫ মে ২০২১, ০৬:২৮ পিএম

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত।

সম্প্রতি ভারতের সব ইস্যুতেই নিজের মতামত দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। দেশের কোনো ইস্যুতেই যেন চুপ না থাকার শপথ নিয়েছেন বিজেপির সমর্থক এই তারকা। গতকাল ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর বিতর্কিত টুইট করেছেন কঙ্গনা। তৃণমূলের জয় মেনে নিতে পারছেন না কঙ্গনা।

টুইটে কঙ্গনা লেখেন, বাংলাদেশ আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী পুরো ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাটট্রিক এই জয়ে তিনি অর্জন করেছেন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh