ভারতে করোনা সংক্রমণ কমছে, মোট শনাক্ত ২ কোটি ছাড়াল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২১, ১১:৫৫ এএম

ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। ফাইল ছবি

ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। ফাইল ছবি

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ গত তিনদিন ধরেই একটু হলেও কমেছে। তবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। এর আগে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছিল গত বছরের ১৯ ডিসেম্বর।

আজ মঙ্গলবার (৪ মে) সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় তিন লাখ ৫৫ হাজার ৮৩২ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জনে।

গত শনিবার ভারতে করোনা শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়, রবিবার ৩.৯২ লাখ ও সোমবার ছিল ৩.৬৮ লাখের বেশি। শনাক্ত কমলেও যত লোক ভারতে আক্রান্ত হচ্ছে, তা বিশ্বে কোনো দেশে পুরো মহামারি পর্বে হয়নি। 

এদিকে করোনায় দৈনিক মৃতের সংখ্যা মঙ্গলবার সাড়ে তিন হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের। এই নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২ লাখ ২২ হাজার ৪০৮ জন। 

সেইসাথে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩ জনে।

মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো রাজ্যগুলোতে কিছুটা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা গত কয়েক দিন ধরে সামান্য কম। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫০ হাজারের নিচে নেমেছে। দিল্লিতেও বেশ কয়েক দিন পর আক্রান্তের সংখ্যা নেমেছে ২০ হাজারের নিচে। 

এদিকে রাজধানী দিল্লিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যে অক্সিজেন সংকট চলছে, তা শিগগিরই মিটবে এমন কোনো ইঙ্গিত মিলছে না। গতকাল সোমবার (৩ মে) শহরটিতে রেকর্ড ৪৪৮ জনের মৃত্যু হয়েছে।   

পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সহায়তা চেয়েছে দিল্লির সরকার। তারা চাইছে, কোভিড চিকিৎসাকেন্দ্র ও নিবিড় পরিচর্যা ইউনিট পরিচালনার ভার সেনাসদস্যদের হাতে ছেড়ে দিতে। কেন্দ্রীয় সরকার দিল্লিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করছে না বলে অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh