ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ০২:১৮ পিএম | আপডেট: ০৪ মে ২০২১, ০২:১৯ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।

গতকাল সোমবার (৩ মে) দুপুরে মদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাসেম উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের বাসিন্দা ছিলেন। 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার বিকালে নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে কৃষক কাসেমের সাথে ধান মাড়াই নিয়ে প্রতিবেশি কৃষক আব্দুল লতিফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। এতে কাসেম গুরুতর আহত হন। ওইদিন সন্ধ্যায় তার স্বজনরা মদন হাসপাতালে তাকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে তিনি মারা যান। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh