টাঙ্গাইলের শপিংমলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৮:২৬ পিএম

স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করছেন ক্রেতারা। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করছেন ক্রেতারা। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা থাকলেও, টাঙ্গাইল শহরের মার্কেট  ও শপিংমলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। 

বড় বড় মার্কেট ও শপিংমলের সামনে নেই কোনো জীবাণুনাশক টানেল। মার্কেটের দোকানগুলোতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে নেই কোনো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। 

শহরের মাহমুদুল হাসান কলেজ মার্কেট, নিউ মডার্ন  সমবায় সুপার মার্কেট, রাজধানী মার্কেট, হীরা মার্কেট, সাউদিয়া মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটে সরেজমিনে ঘুরে লক্ষ্য করা যায়, অধিকাংশ দোকানগুলোতেই কোনো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নাই। গায়ের সাথে গা ঘেঁষেই কেনাকাটা করছে মানুষ। রাস্তার পাশের কসমেটিকের দোকানগুলোতে একে অন্যের উপর দিয়ে ঠেলাঠেলি করেই কেনাকাটা করছে।


ক্রেতা সাধারণের ভিড় সম্পর্কে জানতে চাওয়া হলে অপরূপা শাড়ির পরিচালক কৃষ্ণ চন্দ্র বসাক বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার চেষ্টা করছি, তবে ক্রেতা সাধারণের ভিড় কিছুটা বেশি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh