সুবর্ণচরে ১২০ গৃহহীনের মাঝে ঘর হস্তান্তর

সুবর্ণচর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৮:৪১ পিএম | আপডেট: ০৪ মে ২০২১, ০৮:৫০ পিএম

গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করছেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম। ছবি: সুবর্ণচর প্রতিনিধি

গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করছেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম। ছবি: সুবর্ণচর প্রতিনিধি

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এ স্লোগানকে সামনে রেখে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ণ- প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আশ্রয়হীন ও গৃহহীন ১২০ জন  উপকারভোগীর মাঝে ঘর হস্তান্তর ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম।

মঙ্গলবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চর উরিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে ব্যারাক মাঠে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর ও ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে ঘর হস্তান্তর ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম।  

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহম্মেদ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার, উপজেলা প্রোগ্রাম অফিসার মাইন উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য গত ১ মার্চ মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৩ আর্টিলারি কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ ইউনিট বিশিষ্ট ২৪টি ব্যারাকের ১২০টি গৃহ নির্মাণ কাজ শেষে সুবর্ণচর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন প্রকল্প-২ সমন্বয়কারী মেজর মো. আহসানুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh