লকডাউনে যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে ৪ বাস আটক

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৩:৪৮ এএম

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশব্যাপী চলমান গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার আসার পথে যশোরে চারটি বাস আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৪ মে) রাত ১০টার দিকে যশোর শহরের নিউ মার্কেট বাসস্ট্যান্ড ও মণিরামপুর বাজার থেকে বাসগুলো আটক করা হয়। একই সঙ্গে পুলিশের উদ্যোগে চার বাসের ৮৪ জন যাত্রীকে মাইক্রোবাস ও প্রাইভেটকারে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক সুবেন্দু কুমার মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

খবর পেয়ে যশোরের মণিরামপুর বাজার থেকে ঠিকানা পরিবহনের দুটি ও গ্রিনবাংলার একটি বাস আটক করা হয়। এরপর যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। 

তিনি বলেন, বাসগুলো আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh