আগামীকাল থেকে চলবে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৩:২১ পিএম

ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে আগামীকাল থেকে চলবে গণপরিবহন। ফাইল ছবি

ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে আগামীকাল থেকে চলবে গণপরিবহন। ফাইল ছবি

ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে গণপরিবহন চলানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। 

আজ বুধবার (৫ মে) সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। তবে মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে। 

নির্দেশনাগুলো হচ্ছে-

১. মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠাতে পারবে না এবং গাড়ির স্টাফদেরকে মালিক মাস্ক সরবরাহ করবে।

২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে একজন যাত্রী বসবে।

৩. লকডাউনে মালিক-শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছে। এক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির নামে কোনো প্রকার অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।

বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়িয়ে  প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এবার একই জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধই থাকবে। যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ থাকবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh