বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৭:৪৮ পিএম

বাংলাবান্ধা স্থলবন্দর

বাংলাবান্ধা স্থলবন্দর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি ১২ দিন বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ মে) বিকেলে পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য আগামী ১০ মে (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে ২২ মে (শনিবার) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে।

মেহেদী হাসান খান বাবলা বলেন, পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিয়মানুযায়ী সরকারি দফতরের সব কার্যক্রম চালু থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh