পশ্চিম তীরে ইসরাইলি হামলায় কিশোর নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৩:২৯ পিএম

 ইসরাইলি সেনাবহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে। ফাইল ছবি

ইসরাইলি সেনাবহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে। ফাইল ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

নাবলুসের কাছাকাছি উত্তরাঞ্চলীয় ওদলায় গতকাল বুধবার (৫ মে) ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছর বয়সী সাইদ ইউসুফ প্রাণ হারায়।

ফিলিস্তিন রেডক্রস ওই কিশোরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ হামলায় আরো এক কিশোর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এই সপ্তাহের শুরুর দিকে ফিলিস্তিনি এক বন্দুকধারীর গুলিতে আহত এক ইসরায়েলি কিশোরও মারা গেছে।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নাবলুসে নিয়মত টহল চলাকালে সেনাবহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এর জবাবে সেনাবাহিনী গুলি ছোঁড়ে। তবে ওই কিশোর নিহতের ঘটনা তদন্ত করা হবে বলে জানান তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ১৬ বছর বয়সী ওই কিশোরের মৃত্যুতে এক বিবৃতিতে বলেন, ওই কিশোরকে গুলি করা ছাড়াও বুধবার সংঘর্ষের সময় পিছন থেকে দ্বিতীয় আরো এক ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসরাইল ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীর দখল করে রেখেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh