টাঙ্গাইলে বাস চালু হওয়ায় যাত্রীদের স্বস্তি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৩:৫৪ পিএম

টাঙ্গাইলে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল করায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি প্রকাশ করছে পরিবহন চালকরা। দূরপাল্লার গাড়ি চলাচল না করায় টাঙ্গাইলের বাসস্ট্যান্ডেই রয়েছে বাসগুলো। 

বৃহস্পতিবার (৬ মে) থেকে শুধু লোকাল বাস ও নন সিটিং সার্ভিস বাসগুলো চলছে টাঙ্গাইল জেলায়।

স্বাস্থ্যবিধি মেনে ফাকা ফাকা হয়ে যাত্রী পরিবহনের ব্যবস্থা থাকায় ভাড়া বেশি দিতে হচ্ছে যাত্রীদের। তারপরও কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। কিন্তু দূরপাল্লা দিয়ে গাড়ি চলাচল না করায় তেলের খরচও উঠছে না বলে জানিয়েছেন পরিবহন চালকরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh