বিল গেটসের ১৮০ কোটি ডলার মেলিন্ডার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৬:২১ পিএম

মেলিন্ডা গেটস ও বিল গেটস।

মেলিন্ডা গেটস ও বিল গেটস।

সম্প্রতি ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তবে তাদের বিপুল পরিমাণ সম্পত্তির কী হবে, তা নিয়ে শুরু হয় জল্পনা। এরই মধ্যে বিল গেটসের সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি ক্যাসকেড এই সপ্তাহে ১৮০ কোটি ডলার মূল্যের শেয়ার মেলিন্ডার নামে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ বলছে, মেলিন্ডা গেটস বর্তমানে কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে কোম্পানির ১৪ কোটি শেয়ারের মালিক, যার বাজারদর ১৫০ কোটি ডলার। এছাড়া অটোনেশন ইনকর্পোরেশনের ২৯ লাখের বেশি শেয়ার হস্তান্তর করা হয়েছে মেলিন্ডার নামে, যেগুলোর দাম ৩০ কোটি ডলারের বেশি।

ক্যাসকেড কোম্পানি বিল গেটসের সম্পত্তি ব্যবস্থাপনা করে। ১৯৭৫ সালে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠা করার পর বিলের বেশিরভাগ সম্পত্তি এখান থেকেই এসেছে। ২০১৪ সালে কোম্পানির চেয়ারম্যানের পদ ছেড়ে দেন তিনি।

ব্লুমবার্গের ইনডেক্স অনুযায়ী, বিল ও মেলিন্ডার মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh