বরিশালে মেরিন একাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৯:২৯ পিএম | আপডেট: ০৬ মে ২০২১, ০৯:৩২ পিএম

বরিশাল মেরিন একাডেমি

বরিশাল মেরিন একাডেমি

বরিশাল মেরিন একাডেমিসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ‘নবসৃষ্ট অবকাঠামো ও জলযান’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টায় গণভবন থেকে ভাচুয়ালি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসময় বরিশাল প্রান্তে কর্নকাঠিতে মেরিন একাডেমিতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস.এম আতিকুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ আরো অনেকে।


গণভবন থেকে ভাচুয়ালি উদ্বোধন ঘোষণা পরবর্তী বরিশালে দোয়া মোনাজাত, ফলক উন্মোচন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে বরিশাল মেরিন একাডেমির উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

একই সময় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা আবাসন পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধনের মধ্যে দিয়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর বহু দিনের আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh