অর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২১, ১০:২৬ পিএম

কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদি।

কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদি।

অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ সরকারি খাতে অপরাধের অভিযোগ তদন্তের আওতায় জেরার জন্য কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ বৃহস্পতিবার (৬ মে) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

সংস্থাটি জনায়, বিভিন্ন নথি ও রিপোর্ট পর্যালোচনা করে দেখার পর আল-এমাদিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়। কাতারের অ্যাটর্নি জেনারেল গ্রেফতারের নির্দেশ দেন। এমাদির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্ত চলছে।

আলি শেরিফ আল-এমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতারের প্রভাবশালী বিনিয়োগ কর্তৃপক্ষের বোর্ড অব ডিরেক্টরস এর সদস্য তিনি। কাতারের ন্যাশনাল ব্যাংকের বোর্ড চেয়ারম্যানও তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh