গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অপ্রতিরোধ্য চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২১, ০৭:০৬ পিএম | আপডেট: ০৮ মে ২০২১, ১২:১৪ পিএম

চীনের হুবেই প্রদেশের একটি কারখানা থেকে নিঃসরিত গ্যাস। ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের একটি কারখানা থেকে নিঃসরিত গ্যাস। ছবি: সংগৃহীত

বিশ্বের উন্নত দেশগুলো সম্মিলিতভাবে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, চীন একাই তার চেয়ে বেশি গ্যাস নিঃসরণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রোডিয়াম গ্রুপ জানিয়েছে, ২০১৯ সালে এক চীন থেকেই বিশ্বের ২৭ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে।

বিবিসি জানায়, এ তালিকায় দ্বিতীয় যুক্তরাষ্ট্র। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তাদের অবদান ১১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভারত গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

রোডিয়ামের তথ্যমতে, গত তিন দশকে চীনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বৃহত্তম জনসংখ্যা এশিয়ার দেশটিতে। ফলে মাথাপিছু নিঃসরণে তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে।

কিন্তু গবেষণায় দেখা গেছে, চীনে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হারও গত দুই দশকে তিনগুণ বেড়েছে।

চীন ব্যাপকভাবে কয়লাবিদ্যুতের ওপর নির্ভরশীল। দেশটিতে বর্তমানে ১ হাজার ৫৮টি কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে, যা গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি।

২০৩০ সালের দিকে শীর্ষে পৌঁছানোর পর ২০৬০ সালের মধ্যে ক্ষতিকর গ্যাস নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে একটি জলবায়ু সম্মেলনে অংশ নিয়েও চীনা প্রেসিডেন্ট তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh