কালিয়াকৈর বাসাবাড়িতে আগুনে ২৪ কক্ষ ক্ষতিগ্রস্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:৫৬ পিএম

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে পুড়ে গেছে তিনটি কলোনির ২৪টি কক্ষ। ছবি : গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে পুড়ে গেছে তিনটি কলোনির ২৪টি কক্ষ। ছবি : গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে পুড়ে গেছে তিনটি কলোনির ২৪টি কক্ষ।

আজ শনিবার (৮ মে) সকাল ৯টার দিকে স্থানীয় জসিম উদ্দিন ইকবালের বাসার ভাড়াটিয়া তুহিন মিয়ার কক্ষ থেকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন সুত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে জসিমের কলোনির ভাড়াটিয়া তুহিনের স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করছিল। হঠাৎ ওই সিলিন্ডারটি লিকেজ হয়ে আগুন দাও দাও করে জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে পাশের সজল ও সাইদুল ইসলামের কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কলোনির বেশির ভাগ কক্ষ তালাবদ্ধ থাকায় ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজ, তৈয়জসপত্র পুড়ে গেছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুনে কলোনির ১৫টি কক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh