পবিত্র শবে কদর কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২১, ১০:৩৮ পিএম | আপডেট: ০৯ মে ২০২১, ০৯:৩৫ এএম

পবিত্র শবে কদর (লাইলাতুল কদর) রবিবার (৯ মে)। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী।

এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ, পবিত্র আল-কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। তাই মুসলিম উম্মাহর কাছে শবে কদরের গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। এই রাত হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী-লাভের সুযোগ এনে দেয় ।

এ রাতে ঝিকির-আজগার, ইবাদত-বন্দেগী ও কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন। পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh