বাংলাদেশিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৩:১৮ এএম | আপডেট: ০৯ মে ২০২১, ০৯:০৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশি নাগরিকদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

শনিবার (৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, রবিবার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ওয়ার্ক পারমিট ভিসাধারী ব্যক্তিদের মালদ্বীপে আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh