বার্সা-অ্যাতলেটিকোর ড্রয়ে লাভবান রিয়াল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৩:৪০ এএম

লা লিগার শিরোপা স্বপ্নে ধাক্কা খেয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে অ্যাতলেটিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। খেলার এমন ফলাফলে লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। রবিবার সেভিয়ার বিপক্ষে জয় পেলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার রাতে ন্যু ক্যাম্পে প্রথমার্ধে বেশ ভালো কিছু সুযোগ তৈরি করেছিল অ্যাতলেটিকো। লুইস সুয়ারেজ এবং ইয়ানিক ক্যারাসো বেশ কয়েকবার বার্সার পোস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি তারা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। উল্টো অফসাইডের কারণে রোনাল্ড আরাউজোর গোল ৬৯ মিনিটে বাতিল হয়।

৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। কিন্তু এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ আগামী ম্যাচে জিতলে অ্যাতলেটিকোর সমান ৭৭ পয়েন্ট অর্জন করবে। অ্যাতলেটিকোর সঙ্গে মুখোমুখি ব্যবধানে এগিয়ে থাকায় লিগের শীর্ষে থাকবে রিয়াল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh