লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ ড্রাম চিংড়ি পোনা জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২১, ০১:০৩ পিএম

৫০ ড্রাম গলদা চিড়িং পোনা জব্দ করা হয়। ছবি : লক্ষ্মীপুর প্রতিনিধি

৫০ ড্রাম গলদা চিড়িং পোনা জব্দ করা হয়। ছবি : লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে গলদা চিংড়ি পোনা পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এসময় ৫০ ড্রাম গলদা চিড়িং পোনা জব্দ করা হয়। 

গতকাল শনিবার (৮ মে) রাতে উপজেলার সবুজ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রামগতি পৌর শহরের রিপন (২৭) ও আকবর হোসেন (২৮)। জব্দ করা পোনা রামগতি উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওই দুই যুবককে দুই হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিৎ রঞ্জন দাস।

এনএসআই কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে চিংড়ি রেণু পোনা আহরণ করে অন্যত্র পাচার করছিলেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে রামগতি উপজেলার সবুজ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে থাকা ৫০ ড্রাম গলদা চিড়িং পোনা জব্দ করা হয়। পোনা পাচারের দায়ে এসময় আটক করা হয় রিপন ও আকবর নামের ওই দুই যুবককে। জব্দকৃত পোনার বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

রামগতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুচিৎ রঞ্জন দাস জানান, গলদা চিংড়ি পোনা পাচারের দায়ে আটক দুই যুবককে দুই হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত রেণু পোনা উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh